‘সূরাতুস স্বালাহ’ আসলে সূরা ফাতিহার একটি নাম। এ সূরা কুরআনের জননী, কুরআনের প্রধান অংশ, কুরআনের ভূমিকা, কুরআনের সারাংশ।
এতে রয়েছে একমাত্র কেবল আল্লাহর ইবাদত করার কথা এবং কেবল তাঁর নিকট সাহায্য প্রার্থনা করার কথা। কিন্তু অধিকাংশ নামাযী তা করে না।
এতে রয়েছে সরল পথে চলার কথা। কিন্তু অধিকাংশ নামাযীই বাঁকা পথে চলে।
এতে রয়েছে ইয়াহুদী-খ্রিষ্টানদের পথে না চলার কথা। কিন্তু অধিকাংশ নামাযীরাই তাদের পথে চলে।
সোজা সরল পথ, মধ্যমপন্থীদের পথ; অতিরঞ্জন ও অবজ্ঞার মাঝামাঝি পথ, রাফেযাহ ও নাসেবার মাঝামাঝি পথ, জাবারিয়্যাহ ও ক্বাদারিয়্যার মাঝামাঝি পথ; কিন্তু অধিকাংশ নামাযী মধ্যমপন্থী নয়।
কারণ কি?
রাস্তার ধারে এক সুন্দর দেওয়ালে লেখা আছে, ‘এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে।’
কিন্তু অনেকে এসে সেই লেখার উপরেই পেশাব করছে। ব্যাপারটা কি?
ব্যাপার চারটির মধ্যে একটি হতে পারে:-
(ক) দেওয়ালের গায়ে যা লেখা আছে, পাশে দৃষ্টি-আকর্ষী জিনিস থাকার কারণে তারা তা ধেয়ান দিয়ে দেখে না।
(খ) দেওয়ালের গায়ে যা লেখা আছে, তারা তা পড়তে জানে না বা বুঝে না।
(গ) পড়তে পারে, কিন্তু ভুল পড়ে, তারা পড়ে, ‘এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা লাগিবে!’ সুতরাং তারা জরিমানা দেওয়ার ভয়ে পেশাব করেই যায়!
(ঘ) পড়তে পারে, বুঝে ও জানে; কিন্তু মানে না, গুরুত্ব দেয় না।
নামাযীদের অবস্থাও তাদের মতই হতে পারে। আর এ জন্যই মুহতারাম লেখক আফসোস ক’রে শিরোনামায় লিখেছেন, ‘যার পঠনে মসজিদসমূহ গুঞ্জরিত, কিন্তু…।’
কিন্তু তাতে যেন কোন লাভ হয় না, কোন ফল পরিদৃষ্ট হয় না, না আরবী জানা আরবে, আর না আরবী অজানা আজমে!
মুহতারাম লেখক এহেন করুণ অবস্থা লক্ষ্য ক’রে ‘সূরাতুস স্বালাহ’ রচনা করেন। যদি আল্লাহ এর দ্বারা কোন আরাবীকে উপকৃত করেন। বইটি ‘আল-বায়ান’ পত্রিকার পক্ষ থেকে ছেপে বিনামূল্যে বিতরণ করা হয়। অতঃপর তিনি সরাসরি আমাকে মোবাইল যোগে এটির অনুবাদ করতে বলেন। আমিও সেই আশা রেখে অনুবাদ করি, যদি আল্লাহ এর দ্বারা কোন বাঙ্গালী ভাইকে উপকৃত ক’রে সরল পথে পরিচালিত করেন।
হিদায়াতের মালিক আল্লাহ, হিদায়াত তাঁরই নিকট প্রার্থনীয়। আমরাও সর্বদা সকল কাজে তাঁরই কাছে হিদায়াত চাই। হে আল্লাহ! তোমাকে চিনতে, তোমার ইবাদত করতে, তোমার কথা বলতে, লিখতে ও মানুষের মাঝে প্রচার করতে আমাদেরকে সরল পথ দেখাও, হিদায়াতের পথে পরিচালিত কর, মধ্যবর্তী পন্থায় আমাদেরকে অবিচলিত রাখ। নিশ্চয় তুমি পরম দয়াবান, করুণাময়।
Reviews
There are no reviews yet.