প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান-চর্চা ও তা’লীম-তরবিয়ৎ একটি উৎকৃষ্ট পন্থা। এই পন্থায় পুরস্কার দ্বারা উৎসাহিতকরণের মাধ্যমে যে সকল মুরাব্বীগণ তরবিয়ৎ দিয়ে থাকেন, তাঁদের মধ্যে মাষ্টার মুহাম্মদ রফিক অন্যতম। তাঁরই উদ্যোগে প্রশ্নোত্তর সম্বলিত এই ক্যুইজ পুস্তিকার অবতারণা।
আল্লাহ তাঁকে ও এই পুস্তিকা প্রকাশনায় সকল সহযোগীকে ‘জাযায়ে খাইর’ দান করুন। আমীন।
পুস্তিকাটিকে ৭টি ভাগে বিভক্ত করা হয়েছে। (১) আকীদা বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, (২) কুরআন বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, (৩) হাদীস বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, (৪) ফি বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, (৫) ইসলামী ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, (৬) সর্বপ্রথম ও সর্বশেষ বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ এবং (৭) সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ। উত্তরের হাওয়ালা নির্দিষ্ট বিষয়ক গ্রন্থাবলীতে পাওয়া যাবে।
এর দ্বারা ছাত্র-ছাত্রী তথা মুসলিম সমাজ উপকৃত হলে, শ্রম সার্থক হবে।
ইসলামী জ্ঞান চর্চা
কুইজ প্রশ্নোত্তর
এই পুস্তিকাটি প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান-চর্চা ও তা’লীম-তরবিয়তের উৎকৃষ্ট পন্থা অনুসরণ করে, যার মাধ্যমে ছাত্র-ছাত্রী ও মুসলিম সমাজ উপকৃত হবে। এটি ৭টি ভাগে বিভক্ত, এবং সংশ্লিষ্ট গ্রন্থাবলীতে উত্তর পাওয়া যাবে। আল্লাহ এই প্রচেষ্টাকে সফল করুন।
Total Downloads: 0
Reviews
There are no reviews yet.