নামাযের বই থাকতেও মা-বোনেদের বিপুল আগ্রহের ফলে তাঁদের জন্য পৃথকভাবে এই পুস্তিকার অবতারণা। এতে বিশেষ করে তাঁদের মসলা-মাসায়েলই আলোচিত হয়েছে। যাতে সংক্ষেপে তাঁরা নিজেদের নামায কেমন হবে তা শিখে নিতে পারেন। ইসলামী নব জাগরণের সাথে সাথে দ্বীনী প্রেরণা জেগেছে মহিলাদের ভিতরে। কিছু শিক্ষালাভের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়ে পুরুষদের জামাআতে নামায আদায় করার সুযোগ গ্রহণ করছেন অনেকেই অনেক স্থানে। এতে তাঁরা নামায আদায়ে উদ্বুদ্ধ হচ্ছেন, নামায আদায়ে তৃপ্তিবোধ করছেন, এক-অপরের ভুল সংশোধন করার সুযোগ লাভ করছেন, তাঁদের মধ্যে পারস্পরিক দ্বীনী সম্পর্ক সৃষ্টি ও বৃদ্ধি হচ্ছে এবং বিশেষ করে জুমআর খুতবা শুনে তাঁদের যে দ্বীনী চেতনা বাড়ছে তাতে কোন সন্দেহ নেই।
যাঁরা আল্লাহর ওয়াস্তে দাওয়াতের কাজ করেন তাঁরা এই জাগরণ ও চেতনা দেখে বড় আনন্দিত। তাঁরা চান সেই চেতনায় আলো দিতে। আমার ভাই সালাহুদ্দীন সাহেব সেই লক্ষ্যেই এই পুস্তিকা প্রকাশের দায়িত্বভার গ্রহণ করেছেন। আল্লাহ তাঁকে এবং এই কাজের সকল সহায়ককে নেক প্রতিদান দিন। আমীন।
বিনীত-
আব্দুল হামীদ মাদানী ২/৯/০৭
Reviews
There are no reviews yet.