মহানবী সা.-এর যে সুবিশাল ব্যক্তিত্ব, সুবিশাল বহুমুখী জীবন, অনুপম বৈশিষ্ট্যমন্ডিত চরিত্র, তাঁর জীবনের যে ইহলৌকিক, পারলৌকিক, চারিত্রিক ও আধ্যাত্মিক দিক, তার সবটা আয়ত্ত করা সকলের জন্য সম্ভব নয়। তিনি ছিলেন মনোরম শিশু, শান্ত-শিষ্ট ও স্বভাব-সুন্দর কিশোর, আদর্শ মেষরক্ষক, চরিত্রবান ও আদর্শবান যুবক, শিষ্ট-সুশীল, অত্যন্ত লজ্জাশীল, ধৈর্যশীল, অত্যন্ত আত্ম-মর্যাদাসম্পন্ন, অমায়িক মধুর সদালাপী, মিতভাষী, বিনম্র, বিনয়ী, ন্যায় ও সত্যের কাছে নম্র এবং অন্যায় ও বাতিলের কাছে কঠোর, সৎ ও মহৎ মানুষ, সত্যবাদী ও বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আমানতদার, আদর্শ স্বামী, আদর্শ সংসারী, আদর্শ শ্বশুর, আদর্শ ভাই, আদর্শপরায়ণ সুপুত্র, উত্তম পিতা, আদর্শ মুবাল্লিগ বা সুকৌশলী ধর্মপ্রচারক, দুনিয়ার সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের জ্বলন্ত ভাস্কর, বিজয়ী সিপাহসালার, বীর যোদ্ধা, নির্ভিকচিত্ত, অসীম সাহসী, ‘আবেদ’ ও তাপসপ্রবর, যিন্ত্রকারী, শুক্রকারী, কৃতজ্ঞ, রাষ্ট্র-বিজ্ঞানী ও সফল রাজনীতিবিদ, সমাজ-বিজ্ঞানী, গরীব-দরদী, দুঃখীর সাথী, সংবেদনশীল, দয়ার্দ্রচিত্ত, পরোপকারী, অতুলনীয় দানশীল, উদার, মহানুভব ও প্রশস্ত-হৃদয়, ন্যায়-নিষ্ঠাবান সম্রাট, নিরপেক্ষ বিচারপতি, বিষয়-বিরাগী, তুলনাহীন আদর্শ ব্যবসায়ী, নজীরহীন শিক্ষাগুরু, সদালাপী, সঙ্গী-সাথীদের সঙ্গে রসিকতা-প্রিয়, যুগ-সংস্কারক, ভেষজবিদ ও সুচিকিৎসক, মহামানব, বিশ্বনবী, মহানবী, জগদ্গুরু, বিশ্বজন-নেতা, দুই জাহানের সর্দার, আল্লাহর প্রিয় হাবীব, সকল সৃষ্টির সেরা।
তিনি আরো বহু কিছু। তবুও এত কিছুর মধ্য হতে যদি তাঁর ভক্তগণ তাঁর জীবনে মোটামুটি কয়েকটা দিক স্মরণে রাখতে পারেন, তাহলে নিশ্চয় তাতে আছে প্রভূত কল্যাণ।
এই মানসেই আল-মাজমাআহর দাওয়াত অফিসের সাপ্তাহিক দর্সের কোর্সে ‘দারুল অতান’ (রিয়ায) কর্তৃক পরিবেশিত পুস্তিকা ‘নবী-জীবনী’কে শামিল করা হয়। নবীজীর ভক্তরা আসেন সেই দর্স নিতে, শুনতে ও আমল করে তাঁর মত জীবন গড়ার প্রয়াস চালাতে। এই পুস্তিকা আসলে তাঁদের জন্যই ক্ষুদ্র একটি উপহার। তবুও অন্যান্য ভক্তদের ভক্তির পিপাসা মিটাবার জন্য অন্যান্য গ্রন্থাবলী মন্থন করে সেই সুবিশাল জীবনের মহাসমুদ্র থেকে এক কলসী পানি তুলে পেশ করলাম। আশা করি, যাঁরা মোটা বই কিনে পড়ার ক্ষমতা রাখেন না, সেই গরীব নবীভক্তদের এই পুস্তিকা বড় উপকার দেবে ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে আবেদন, তিনি যেন আমাদেরকে খাঁটি নবীভক্ত হওয়ার, তাঁর আদর্শ জীবনের অনুকরণে আদর্শ জীবন গড়ার এবং তাঁর মহব্বতের অসীলায় জান্নাতে তাঁর সঙ্গী হওয়ার তওফীক দান করেন। আমীন।
সীরাত
মহানবীর আদর্শ জীবন
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ছিল বহুমুখী ও অনুপম। তিনি ছিলেন আদর্শ শিশু, যুবক, স্বামী, পিতা, নেতা, বিচারক, সৈনিক, শিক্ষক, সমাজ সংস্কারক এবং বিশ্বনেতা। তাঁর ব্যক্তিত্বের প্রতিটি দিক মানবজাতির জন্য পথপ্রদর্শক।
এই উপলব্ধি থেকেই ‘আল-মাজমাআহ’ দাওয়াত অফিসের সাপ্তাহিক দর্সে দারুল অতান কর্তৃক সংকলিত ‘নবী-জীবনী’ পুস্তিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। নবীপ্রেমিকরা এটি থেকে শিক্ষা গ্রহণ করে তাঁর আদর্শে জীবন গঠনের চেষ্টা করেন। যাঁরা বড় বই পড়তে পারেন না, তাঁদের জন্য এটি ছোট্ট উপহার, যা নবীপ্রেমের তৃষ্ণা মেটাতে সহায়ক হবে ইনশাআল্লাহ।
Total Downloads: 0
Reviews
There are no reviews yet.