ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য ও চিকিৎসা-বিজ্ঞান

এই বইয়ে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর বহুমুখী আদর্শ জীবন তুলে ধরা হয়েছে, যা তাঁকে অনন্য করে তোলে। বিশেষত, বইটি তাঁর স্বাস্থ্যরক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের দিকে আলোকপাত করেছে, যেখানে কুরআন ও হাদীসের আলোকে চিকিৎসা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। লেখক তাঁর এই প্রচেষ্টার মাধ্যমে জনগণের উপকারে আসার আশা প্রকাশ করেছেন এবং আল্লাহর কাছে সঠিক প্রতিদান কামনা করেছেন।

somdn_product_page

Total Downloads: 0

মহান আল্লাহ কুরআন মজীদে বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা-কে সম্বোধন করে বলেছেন, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত বা করুণা করেই প্রেরণ করেছি। (সূরা আম্বিয়া ১০৭ আয়াত)
তাই আমরা তাঁকে সারা দুনিয়ার সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের জ্বলন্ত ভাস্কররূপে দেখতে পাই। যখন তাঁকে একজন আদর্শপরায়ণ সুপুত্র রূপেও দেখতে পাই তখন তাঁকে উত্তম পিতা রূপেও দেখতে পাই। আবার যখন তাঁকে একজন আদর্শ মুবাল্লিগ বা সুকৌশলী ধর্মপ্রচারক রূপে আবির্ভূত হতে দেখা যায়, তখন তাঁকে আমরা একজন বিজয়ী সিপাহসালার রূপেও দেখতে পাই। এই ভাবেই তাঁকে আমরা তখনই ‘আবেদ’ ও তাপসপ্রবর রূপে দেখি পরক্ষণেই আবার তাঁকে একজন রাষ্ট্র-বিজ্ঞানী, ন্যায়-নিষ্ঠাবান সম্রাট এবং নিরপেক্ষ বিচারপতি রূপেও দেখতে পাই। যেখানে তিনি একজন অতুলনীয় দানশীল, সেখানে আবার তিনি একজন তুলনাহীন আদর্শ ব্যবসায়ী। আবার যেখানে তিনি একজন নজীরহীন শিক্ষাগুরুর আসন অলংকৃত করে আছেন সেখানে তিনি আবার একজন সদালাপী, সঙ্গী-সাথীদের সঙ্গে রসিকতাপ্রিয় ব্যক্তিরূপে সমাসীন। যেখানে তিনি একজন যুগ-সংস্কারক হয়ে বিভিন্ন সমাজ ও গোত্রের মাঝে সংস্কারের কাজ করে যাচ্ছেন, সেখানে আবার পরক্ষণে দেখি যে, তিনি একজন ভেষজবিদ ও সুচিকিৎসক রূপে বিভিন্ন রুগীর রোগ নিরাময় কল্পে পরামর্শ ও ব্যবস্থাপত্র দান করতে ব্যস্ত আছেন। একেই বলে সত্যিকার অর্থে ‘বহুমুখী আদর্শ জীবন’। এই কারণে দেখতে পাই তাঁর জীবনী সংক্রান্ত বিপুল সংখ্যক গ্রন্থরাজি। পৃথিবীর প্রায় সকল জীবন্ত ভাষায় রচিত যত গ্রন্থ তাঁর জীবনের উপর পরিলক্ষিত হয় অন্য কোন মহাপুরুষের জীবনী বিষয়ক অত গ্রন্থ পরিদৃষ্ট হয় না। হ্যাঁ, কোন কোন মনিষীর জীবনীমূলক গ্রন্থের সংখ্যা হয় তো বেশী আছে তা স্বীকার করি; কিন্তু তা আদৌ আমাদের প্রিয় নবী এঞ্জ-এর মত বহুমুখী নয় এবং অত বেশী সংখ্যকও নয়।
তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে বহু ভাষায় বহু গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে।
আজকের অবসরে এই নগণ্য সেবক তাঁর জীবনের কেবল একটা দিক নিয়ে সম্যক আলোচনা করার সদুদ্দেশ্যে এই পুস্তকের অবতারণা করেছে। সেটি হচ্ছে তাঁর স্বাস্থ্যরক্ষা ও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কীয় দিক। কুরআন ও হাদীস ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক বহু গ্রন্থ ঘেঁটে বিষয়টি পরিষ্কার করে ফুটিয়ে তুলতে কোন কসুর করিনি। পরিশেষে আমি আমার ঐ সকল শুভানুধ্যায়ী বন্ধু ও স্নেহভাজন ছাত্রগণের কৃতজ্ঞতা স্বীকার করছি, যাঁরা এই ক্ষুদ্র পুস্তকখানির প্রকাশন কল্পে কেউ অগ্রিম গ্রাহক হয়ে ও কেউ অগ্রিম গ্রাহক সংগ্রহ করে এবং কেউ এককালীন সাহায্য দান করতঃ আমাকে উৎসাহিত ও পরম উপকৃত করেছেন। সেই সঙ্গে আলসিনাহ প্রেসের মালিক স্বনামধন্য মওলানা মুহতারাম জনাব আবুল বাশার সাহেবেরও আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অক্লান্ত পরিশ্রম স্বীকার করে বইটির নিখুঁৎ মুদ্রণের চেষ্টা করতে কোন ত্রুটি করেননি।
অনেক চেষ্টা করেও হয়ত কিছু রচনার ভুল অথবা মুদ্রণ-ত্রুটি পরিলক্ষিত হবে। অতএব প্রিয় পাঠক-পাঠিকাগণকে অনুরোধ, সেগুলির প্রতি সংশোধনী দৃষ্টিপাত করতঃ বন্ধুত্ব ও মহত্ত্বের পরিচয় দিবেন।
বহু বিনিদ্রিত রজনীর এটা তৈরী ফসল। এর থেকে জনগণ উপকৃত হলে আমার শ্রম সার্থক হবে। আল্লাহ পাক আমাকে এর ‘নেক বদলা’ দান করেন মনের এই প্রার্থনা! আমীন!!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য ও চিকিৎসা-বিজ্ঞান”

Your email address will not be published. Required fields are marked *