‘ইলমুল ফারায়িয’কে অর্ধেক ইল্ম বলা হয়। এই ইল্ম যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য প্রচেষ্টা জারী থেকেছে কালে কালে। যদিও এ ইলম চর্চার উপরেই অধিক নির্ভরশীল। চর্চা ও অনুশীলন না থাকলে ধীরে ধীরে স্মৃতি থেকে তা লয় ও ক্ষয় হতে থাকে।
আমার যে পরিবেশে কাজ, সে পরিবেশে অবশ্য ফারায়েযের চর্চা নেই। মাঝে-মধ্যে দু-একটা মসলা এলে সমাধান দিতে হয়। তবে কিছু ভাই-বন্ধুর আশা পূরণ করতে গিয়ে এই পুস্তিকা সংকলন করতে হল। আশা করি তাঁরাই উপকৃত হবেন সর্বাগ্রে। তার সাথে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরও কাজে লাগবে বলে আমার সুদৃঢ় ধারণা।
হিসাবের বই তো। ভুল হওয়াটা বেশী স্বাভাবিক। সুতরাং প্রিয় পাঠক! ভুল পরিলক্ষিত হলে আমাকে জানিয়ে সংশোধন করতে সহযোগিতা ক’রে বাধিত করবেন। আল্লাহ সকলকে ভুলের খপ্পর থেকে রক্ষা করুন আমীন।
এই ইলম চর্চা করুন এবং বহু বহু সওয়াবের অধিকারী হন। মেধাবী ছাত্রদের মাঝে এর পরিশীলন বজায় রাখুন। হকদারকে আল্লাহর দেওয়া হক পৌঁছে দিন। যারা হক মেরে খাচ্ছে বা খাওয়াচ্ছে, তাদের কার্যকলাপ প্রতিহত করুন।
অল্লাহুল মুওয়াফফিকু।
বিনীত—
আব্দুল হামীদ মাদানী
আল-মাজমাআহ
জন, ২০১০
Reviews
There are no reviews yet.