মহান আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে আহবান করার দায়িত্ব প্রত্যেক মুসলিমের। এ কাজ কেবল আলেমদের নয়। তবে আলেমদের দায়িত্ব বেশী। আল্লাহ যাঁদেরকে তাওফীক দেন, তাঁরা দ্বীনের দাওয়াতের কাজ ক’রে থাকেন।
বর্তমান যুগে ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়াও নানা সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে দাওয়াতের নানা পথ ও পদ্ধতি প্রচলিত রয়েছে। দাওয়াতের ময়দানও বড় প্রশস্ত। আর তাতে নানা তরীকা, নানা বিদআত।
সঠিক দ্বীনের দাওয়াতের কাজে সক্রিয় ভূমিকা নিতে যাঁরা আগ্রহী, তাঁদেরই জন্য এই পুস্তিকা একটি ছোট্ট উপহার। আল্লাহ চাইলে তাঁরা এর দ্বারা উপকৃত ও অনুপ্রাণিত হবেন—ইন শাআল্লাহ।
এ পুস্তিকায় কোন দল বা জামাআতকে কটাক্ষ করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হাদীসে বর্ণিত ‘আল-জামাআহ’-এর দাওয়াত-পদ্ধতি বর্ণনা করা। যে জামাআতের মূল ভিত্তি হল তাওহীদ, তার দাওয়াতী বুনিয়াদও তাওহীদ। তাওহীদ যেন ইসলামের প্রাণ, প্রত্যেক আমলের ভিত্তি এবং প্রত্যেক দাওয়াতের প্রথম ও শেষ।
আমরা সেই তাওহীদের কিশতীতে চড়ে নানা ভেজালের বন্যা থেকে বাঁচতে পারি। তাওহীদের পতাকাতলেই আমরা সকল মুসলমান একতাবদ্ধ হতে পারি। আমরা আমাদের দাওয়াতে সেই তাওহীদের দিকেই সকলকে আহবান জানাই।
আল্লাহ সকলকে তাওফীক দিন। আমীন
বিনীত—
আব্দুল হামীদ মাদানী
আল-মাজমাআহ
সউদী আরব
২/৩/১৪৩২ ৫/২/১১
Reviews
There are no reviews yet.