ধর্মের নামে সন্ত্রাস ও গোঁড়ামি

ইসলাম সহজ ও মধ্যমপন্থী ধর্ম, তবে অনেকেই এতে সীমালংঘন করে—কেউ অবহেলায় দূরে সরে যায়, আবার কেউ অতিরঞ্জনে বাড়াবাড়ি করে। কেউ গোঁড়ামির কারণে অন্ধ অনুসরণ করে, আবার কেউ কঠোরতা ও সহিংসতার পথে চলে। ফলে ইসলামের সঠিক চিত্র বিকৃত হয় এবং মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই বাস্তবতা উপলব্ধি করে লেখক দ্বীনী আমানত রক্ষার উদ্দেশ্যে এই পুস্তিকা রচনা করেছেন, যাতে ভারসাম্যপূর্ণ ইসলামিক জীবনধারা তুলে ধরা যায়।

somdn_product_page

Total Downloads: 0

ইসলাম একটি সরল-সহজ ও মধ্যমপন্থী ধর্ম। কিন্তু প্রত্যেক ধর্মের মত এ ধর্মের মানুষরাও সীমালংঘনের শিকার। কেউ তা অমান্য ও অবজ্ঞা ক’রে ধর্ম-সীমার বাইরে থাকে। আবার কেউ তাতে অতিরঞ্জন ও বাড়াবাড়ি ক’রে তার সীমা অতিক্রম করে।
গোঁড়ামিতে কেউ নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দেয়। কেউ তার বাপ-দাদা অথবা নিজেদের ভক্তিভাজন আলেম-উলামাদেরকে প্রাধান্য দেয়। দাদুপন্থীরা জং পড়া ধর্মকর্মে কোন ‘তাজদীদ’ ও ‘তাহক্বীকু’ মানতে চায় না।
কেউ মানতে গিয়ে অতিরঞ্জন করে। জায়েয-সুন্নত-ফরয সর্বপ্রকার আমলকে একাকার জ্ঞান ক’রে পালন করে।
কেউ মানতে ও মানাতে গিয়ে সহিংসতার শিকার হয়। জোশ ও আবেগে পড়ে অকারণে ‘গাযী’ ও ‘শহীদ’ হতে চায়। বদনাম হয় ইসলামের, বদনাম হয় মুসলিমদের।
মুসলিমদের উক্ত অবস্থা দর্শনে বহু আরবী লেখক বহু পুস্তক-পুস্তিকা লিখেছেন। আমিও সেই সব অধ্যয়ন ক’রে এই পুস্তিকা বাঙালী ভাইদের জন্য লিখে ফেললাম। ‘এ্যাঙ যায় ব্যাঙ যায়, খলসে বলে আমিও যাই’ প্রবাদ অনুযায়ী লেখক সাজার শখ আমার নয়। বরং একজন আলেম হিসাবে দ্বীনী আমানত রক্ষা করতে হক জেনে হক পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমাদের উপর বর্তায়, তারই সানুরাগ তৎপরতা এটি।
মহান আল্লাহ যেন তা এই দীন-হীন বান্দার নিকট থেকে কবুল ক’রে নেন, আমীন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ধর্মের নামে সন্ত্রাস ও গোঁড়ামি”

Your email address will not be published. Required fields are marked *