কল্যাণের মৌসম একটার পর একটা আসতেই থাকে। উচ্চ হতে থাকে হিম্মত-ওয়ালাদের সুউচ্চ হিম্মত। এই তো কিছুদিন আগে রমযান বিদায় নিল। এখন এসে উপস্থিত হল যুলহজ্জ মাসের ‘বর্কতময় দিনগুলি’।
প্রিয় পাঠক! প্রত্যেক মুসলিমই দ্বীনের কাজে বড় হিম্মত ও স্পৃহা রাখে। আমাদের এ কাজে হিম্মতের প্রধান খুঁটি আপনিই। আপনার তরঙ্গায়িত তথা নিয়ন্ত্রিত আবেগ-অনুভূতিই আমাদেরকে লিখন ও বক্তৃতার কাজে উদ্বুদ্ধ করে। আপনার আগ্রহ ও আপনার প্রতি আমাদের ভালোবাসা এবং সেই সাথে মহান প্রতিপালকের কাছে প্রতিদানের আশা আপনার হাতে বারবার উপহার তুলে দিতে উৎসাহিত করে।
পবিত্র ও ‘বর্কতময় দিনগুলি’র শুভাগমন উপলক্ষ্যে আপনার সুকোমল হাতে এই ক্ষুদ্র অথচ মহান উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দবোধ করছি।
আশা করি দ্বীনী প্রীতি-ভালোবাসার এই অমূল্য উপহারকে সাদরে গ্রহণ করে আপনি আপনার আমলের শাহীমহলে স্থান দেবেন।
আমরা আপনার এই উপহারকে মহান আল্লাহর বাণী দ্বারা অলঙ্কৃত, মহানবী-এর হাদীস দ্বারা সুরভিত এবং হকপন্থী উলামাগণের উক্তি দ্বারা সুশোভিত করতে যথাসাধ্য চেষ্টা করেছি। পূর্বপ্রকাশিত ‘যুলহজ্জের তেরো দিন’ থেকে এটি কোন পৃথক পুস্তিকা নয়। তবে এতে কিছু বিষয় অতিরিক্ত ও কিছু বিষয় সংক্ষিপ্ত করা হয়েছে। আশা করি যে, আমরা এ কাজে আল্লাহর তওফীক লাভ করেছি।
আল্লাহর কাছেই আমাদের প্রার্থনা, তিনি যেন এ কাজের সংশ্লিষ্ট সকলকে নেক বদলা দান করুন এবং এর দ্বারা পাঠক-পাঠিকাকে উপকৃত করুন। আমীন।
হজ্জ ও উমরা
বরকতময় দিনগুলি
রোযা ও দ্বীনের কাজে আপনার আগ্রহ আমাদের কাজের উৎসাহ দেয়। ‘বরকতময় দিনগুলি’ উপলক্ষে আমরা এই ক্ষুদ্র উপহার আপনাকে দিচ্ছি, যা আল্লাহর বাণী, হাদীস এবং উলামার উক্তি দ্বারা সজ্জিত। আশা করি এটি আপনাকে উপকৃত করবে। আমীন।
Total Downloads: 0
Reviews
There are no reviews yet.