পৃথিবীর এ জীবন কয়েক দিনকার। সেই পরপারের চিরস্থায়ী জীবনের কথা মানুষের ভাবা দরকার। দিনের দিন দিন ফুরিয়ে আসছে, তার জন্য ভয় হওয়া এবং প্রস্তুতি নেওয়া দরকার।
মহান আল্লাহ বলেন, অর্থাৎ, তোমরা ভয় কর সেই দিনকে, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতঃপর প্রত্যেককে তার কর্মের ফল পূর্ণভাবে প্রদান করা হবে, আর তাদের প্রতি কোনরূপ অন্যায় করা হবে না। (সূরা বাক্বারাহ ২৮১ আয়াত)
মরণের ভয় সবারই আছে, কিন্তু মরণের পর কি হবে, তাতে বিশ্বাস অনেকের নেই। তাই তো কবরের জন্য প্রস্তুতি নিতে তৎপর হয় না।
এ বিশ্ব একদিন ধ্বংস হবে, অনেকে বিশ্বাস করে, কিন্তু কিয়ামতের মাঠে কী হবে, তাতে অনেকের বিশ্বাস নেই। তাই তাতে অনেকে গুরুত্ব দেয় না। আর তাই তাদের আমল ঠিক নেই।
পক্ষান্তরে মু’মিনের সে সবে বিশ্বাস আছে, তাই নিজের আমল ঠিক রাখে। পরকালের নানা বিপদ থেকে বাঁচার জন্য এবং সেখানে চিরসুখ লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বক্ষ্যমাণ পুস্তিকা তার সে কাজের সহযোগী হবে বলে আশা করি। আর মহান আল্লাহই তওফীকদাতা।
বিনীত–
আব্দুল হামীদ মাদানী আল-মাজমাআহ
৩০/৪/২০১০
Reviews
There are no reviews yet.