‘ইস্তিআযাহ’ বা পানাহ চাওয়া, শরণ বা আশ্রয় চাওয়াকে বলে। এর অর্থ রক্ষা চাওয়া, মুক্তি চাওয়া, নিরাপত্তা চাওয়া বা পরিত্রাণ চাওয়া ইত্যাদি। এর আসল অর্থ হল কোন কিছুকে ভয় ক’রে অপর কারো কাছে আশ্রয় গ্রহণ করা, যাতে সে আপনাকে বাঁচায় বা রক্ষা করে। আমাদের একমাত্র আশ্রয়স্থল সুমহান প্রতিপালক আল্লাহ। তাঁকে ভয় ক’রে আমরা তাঁর কাছেই পানাহ চাই। অন্যকে ভয় করেও আমরা কেবল তাঁর কাছেই আশ্রয় চাই। তিনি ছাড়া আশ্রয়দাতা আর কেউ নেই।
Reviews
There are no reviews yet.