নবীর দেশের মহব্বতে মন যে আমার টানে,
সূর্য যেমন আলো ছড়ায় সূর্যমুখীর পানে।
আশা আছে সম্বল আছে, আছে ভালোবাসা,
পথি মধ্যে বাধ সেজেছে কোভিড সর্বনাশা।
পাখির মতো মন উড়ে মোর যায় আরব-উদ্যানে।।
নবীর দেশের মহব্বতে মন যে আমার টানে।।
লক-ডাউনের ফাঁদে পড়ে একটি বছর এসে,
বসে আছি আরব ছেড়ে ঘরে আপন দেশে।
কাছে এসেও যেতে লারি ব্যথা আমার প্রাণে।।
নবীর দেশের মহব্বতে মন যে আমার টানে।।
ভরসার পাথেয় ক’রে বের হয়েছি পথে,
মুখে লাগাম টেনে আমি আছি মসিবতে।
যেতে আমি পারব কি না আল্লাহ ভালো জানে।।
নবীর দেশের মহব্বতে মন যে আমার টানে।।
সবাই বলে, ‘দুবাই হয়ে যাচ্ছে শত লোকে’,
ভাগ্যে যাহার ছিল নাকো হচ্ছে যবাই শোকে।
ধৈর্য চাহি রবের কাছে, পার কর আসানে।।
নবীর দেশের মহব্বতে মন যে আমার টানে।।
(আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী)